আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩০৮৯
আন্তর্জাতিক নং: ৩০৮৯
সূরা তাওবা
৩০৮৮. ইবনে আবু উমর (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হজ্জে আকবরের দিন হল ইয়াওমুন নাহর - কুরবানীর দিন।
মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর রিওয়ায়াত অপেক্ষা এটি অধিক সহীহ। কেনন, এ হাদীসটি আবু ইসহাক-হারীছ আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে মাউকুফ রূপে বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ)-এর বর্ণনা ছাড়া অন্য কেউ মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।
মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ) -এর রিওয়ায়াত অপেক্ষা এটি অধিক সহীহ। কেনন, এ হাদীসটি আবু ইসহাক-হারীছ আলী (রাযিঃ) থেকে একাধিক সূত্রে মাউকুফ রূপে বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনে ইসহাক (রাহঃ)-এর বর্ণনা ছাড়া অন্য কেউ মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।
بَابٌ: وَمِنْ سُورَةِ التَّوْبَةِ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ يَوْمُ النَّحْرِ . قَالَ هَذَا الْحَدِيثُ أَصَحُّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ لأَنَّهُ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا وَلاَ نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلاَّ مَا رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ وَقَدْ رَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا .
