আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩০৭৭
আন্তর্জাতিক নং: ৩০৭৭
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-আ’রাফ
৩০৭৭. মুহাম্মাদ ইবনুল মুছান্না ..... সামুরা ইবনে জুন্দব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ হাওয়া (আলাইহিস সালাম) গর্ভবর্তী হলে ইবলীস তাঁর কাছে এল, হাওয়া (আলাইহিস সালাম)-এর সন্তান বাঁচত না। ইবলীস তাঁকে বলেনঃ এবার এর নাম রাখবেন আব্দুল হারিছ। যা হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি এর নাম আব্দুল হারিছ রাখলেন। অনন্তর এটি জীবিত থাকে। এ ছিল শয়তানের প্ররোচণা ও মন্ত্রণা।
হাদীসটি হাসান-গারীব। উমর ইবনে ইবরাহীম (রাহঃ) সূত্রে রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছূ জানা নেই। কেউ কেউ এটিকে আব্দুস সামাদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু সেটি মারফূ’ করেন নি।
হাদীসটি হাসান-গারীব। উমর ইবনে ইবরাহীম (রাহঃ) সূত্রে রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছূ জানা নেই। কেউ কেউ এটিকে আব্দুস সামাদ (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু সেটি মারফূ’ করেন নি।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الأَعْرَافِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لَمَّا حَمَلَتْ حَوَّاءُ طَافَ بِهَا إِبْلِيسُ وَكَانَ لاَ يَعِيشُ لَهَا وَلَدٌ فَقَالَ سَمِّيهِ عَبْدَ الْحَارِثِ . فَسَمَّتْهُ عَبْدَ الْحَارِثِ فَعَاشَ وَكَانَ ذَلِكَ مِنْ وَحْىِ الشَّيْطَانِ وَأَمْرِهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مَرْفُوعًا إِلاَّ مِنْ حَدِيثِ عُمَرَ بْنِ إِبْرَاهِيمَ عَنْ قَتَادَةَ . وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ عَبْدِ الصَّمَدِ وَلَمْ يَرْفَعْهُ