আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫২০
২০৬১. খুযা‘আ গোত্রের কাহিনী
৩২৭২। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, আমর ইবনে লুহাই ইবনে কাম‘আ ইবনে খিনদাফ খুযা‘আ গোত্রের পূর্বপুরুষ ছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন