আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ২৯৮৬
আন্তর্জাতিক নং: ২৯৮৬
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আল-বাকারা
২৯৮৬. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ...... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) এর যুগে আমরা নামাযের মধ্যেও কথাবার্তা বলতাম। অনন্তর নাযিল হলঃ (وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ) তোমরা আল্লাহর জন্য বিনীত চুপ করে দাঁড়াবে (২ঃ ২৩৮)। এতদ্বারা আমাদের চুপ থাকতে নির্দেশ দেওয়া হল।আবু দাউদ

আহমদ ইবনে মানী’ (রাহঃ) ......... ইসমাঈল ইবনে আবু খালিদ (রাহঃ) থেকে অনূরূপ বর্ণিত আছে। এতে অতিরিক্ত আছেঃ আর আমাদের (নামাযে) কথাবার্তা থেকে নিষেধ করে দেওয়া হল। আবু দাউদ, বুখারি ও মুসলিম

হাদীসটি হাসান- সহীহ। আবু আমর শায়বানী (রাহঃ) -এর নাম হল সা’দ ইবনে ইয়াস।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ البَقَرَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنَّا نَتَكَلَّمُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّلاَةِ فَنَزَلَتْ : (وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ) فَأُمِرْنَا بِالسُّكُوتِ .

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، نَحْوَهُ وَزَادَ فِيهِ وَنُهِينَا عَنِ الْكَلاَمِ، . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عَمْرٍو الشَّيْبَانِيُّ اسْمُهُ سَعْدُ بْنُ إِيَاسٍ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)