আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫০৬
২০৫৪. কুরআনুল কারীম কুরাইশদের ভাষায় অবতীর্ণ হয়েছে
৩২৫৬। আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, উসমান (রাযিঃ), যায়দ ইবনে সাবিত (রাযিঃ), আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ), সা‘ঈদ ইবনুল আস (রাযিঃ) আব্দুর রহমান ইবনে হারিস (রাযিঃ)-কে ডেকে পাঠালেন। তাঁরা (হাফসা (রাযিঃ)-এর নিকট) সংরক্ষিত কুরআনকে সমবেত ভাবে লিপিবদ্ধ করার কাজ আরম্ভ করলেন। উসমান (রাযিঃ) কুরাইশ বংশীয় তিন জনকে বললেন, যদি যায়দ ইবনে সাবিত (রাযিঃ) এবং তোমাদের মধ্যে কোন শব্দে (উচ্চারণ ও লিখন পদ্ধতি সম্পর্কে) মতোবিরোধ দেখা দেয় তবে কুরাইশের ভাষায় তা লিপিবদ্ধ কর। যেহেতু কুরআন শরীফ তাদের ভাষায় অবতীর্ণ হয়েছে। সুতরাং তাঁরা তা-ই করলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন