আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৩. নবীজী ﷺ থেকে বর্ণিত উপমাসমূহের বর্ণনা

হাদীস নং: ২৮৭৩
আন্তর্জাতিক নং: ২৮৭৩
আদম-সন্তান এবং তাদের আশা ও আয়ূর দৃষ্টান্ত।
২৮৭৩. সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযুমী (রাহঃ) ......... যুহরী (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণিত আছে। এতে আছে- এর মাঝে তুমি একটিও আরোহণযোগ্য পারে না। বা তিনি বলেছেনঃ এর মাঝে একটি ছাড়া কোন আরোহণযোগ্য উট তুমি পাবে না।
بَابُ مَا جَاءَ فِي مَثَلِ ابْنِ آدَمَ وَأَجَلِهِ وَأَمَلِهِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ لاَ تَجِدُ فِيهَا رَاحِلَةً أَوْ قَالَ لاَ تَجِدُ فِيهَا إِلاَّ رَاحِلَةً .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ২৮৭৩ | মুসলিম বাংলা