আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩১
২৩০। ইসতিহাযাগ্রস্তা নারীর পবিত্রতা দেখা।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ মুস্তাহাযা দিনের কিছু সময়ের জন্য হলেও পবিত্রতা দেখলে গোসল করবে ও নামায আদায় করবে। আর নামায আদায় করার পর তাঁর স্বামী তাঁর সাথে মিলতে পারে। কারণ, নামাযের গুরুত্ব অত্যধিক।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ মুস্তাহাযা দিনের কিছু সময়ের জন্য হলেও পবিত্রতা দেখলে গোসল করবে ও নামায আদায় করবে। আর নামায আদায় করার পর তাঁর স্বামী তাঁর সাথে মিলতে পারে। কারণ, নামাযের গুরুত্ব অত্যধিক।
৩২৪। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হায়য দেখা দিলে নামায ছেড়ে দাও আর হায়যের সময় শেষ হয়ে গেলে রক্ত ধুয়ে নাও এবং নামায আদায় কর।
