আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ২৭১৩
আন্তর্জাতিক নং: ২৭১৩
(কালী চোষার উদ্দেশ্যে) লেখার উপর মাটি ছিটানো।
২৭১৩. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কিছু লিখবে তবে তাতে কিছু মাটি ছিটিয়ে দিবে। কেননা তা উদ্দেশ্য সাফল্য লাভে অধিকতর সহায়ক।
হাদীসটি মুনকার। এই সূত্র ছাড়া আবুয-যুবাইর (রাহঃ) থেকে এতদসম্পর্কে আমরা কিছু জানি না। হামযা (রাহঃ) হলেন ইবনে আমর নুসায়রী। তিনি হাদীসের ক্ষেত্রে যঈফ।
হাদীসটি মুনকার। এই সূত্র ছাড়া আবুয-যুবাইর (রাহঃ) থেকে এতদসম্পর্কে আমরা কিছু জানি না। হামযা (রাহঃ) হলেন ইবনে আমর নুসায়রী। তিনি হাদীসের ক্ষেত্রে যঈফ।
باب مَا جَاءَ فِي تَتْرِيبِ الْكِتَابِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا شَبَابَةُ، عَنْ حَمْزَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا كَتَبَ أَحَدُكُمْ كِتَابًا فَلْيُتَرِّبْهُ فَإِنَّهُ أَنْجَحُ لِلْحَاجَةِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لاَ نَعْرِفُهُ عَنْ أَبِي الزُّبَيْرِ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . قَالَ وَحَمْزَةُ هُوَ عِنْدِي ابْنُ عَمْرٍو النَّصِيبِيُّ هُوَ ضَعِيفٌ فِي الْحَدِيثِ .
