আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪২. অনুমতি প্রার্থনা ও বিবিধ শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ২৭১০
আন্তর্জাতিক নং: ২৭১০
অনুমতি প্রার্থনার পূর্বেই সালাম করা।
২৭১০. সুফিয়ান ইবনে ওয়াকী (রাহঃ) ...... কালাদা ইবনে হাম্বল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার সাফওয়ান ইবনে উমাইয়া (রাযিঃ) প্রথম দোহন করা কিছু দুধ, কিছু ছানা ও কিছু কাঁকুড়সহ তাকে রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে প্রেরণ করেন। নবী (ﷺ) তখন মক্কা উপত্যকার উঁচু দিকে অবস্থান করছিলেন। তিনি বলেনঃ আমি অনুমতি না নিয়েই এবং সালাম না করেই তাঁর কাছে প্রবেশ করলাম। তিনি তখন বললেনঃ ফিরে যাও। বল, আসসালামু আলাইকুম। আমি কি প্রবেশ করতে পারি? এ ঘটনাটি ছিল সাফওয়ান (রাযিঃ)-এর ইসলাম গ্রহণের পরবর্তী সময়ের।

এই হাদীসটি হাসান-গারীব। ইবনে জুরায়জ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আবু আসিম (রাহঃ)-ও এটি ইবনে জুরায়জ (রাহঃ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছে।
باب مَا جَاءَ فِي التَّسْلِيمِ قَبْلَ الاِسْتِئْذَانِ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي سُفْيَانَ، أَنَّ عَمْرَو بْنَ عَبْدِ اللَّهِ بْنِ صَفْوَانَ، أَخْبَرَهُ أَنَّ كَلَدَةَ بْنَ حَنْبَلٍ أَخْبَرَهُ أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ بَعَثَهُ بِلَبَنٍ وَلِبَإٍ وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم بِأَعْلَى الْوَادِي قَالَ فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ارْجِعْ فَقُلِ السَّلاَمُ عَلَيْكُمْ أَأَدْخُلُ " . وَذَلِكَ بَعْدَ مَا أَسْلَمَ صَفْوَانُ . قَالَ عَمْرٌو وَأَخْبَرَنِي بِهَذَا الْحَدِيثِ أُمَيَّةُ بْنُ صَفْوَانَ وَلَمْ يَقُلْ سَمِعْتُهُ مِنْ كَلَدَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ جُرَيْجٍ وَرَوَاهُ أَبُو عَاصِمٍ أَيْضًا عَنِ ابْنِ جُرَيْجٍ مِثْلَ هَذَا . وَضَغَابِيسُ هُوَ حَشِيشٌ يُؤْكَلُ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত কালাদা রাযি. তখন সদ্য ঈমান আনয়নকারী একজন মুসলিম। ইসলামের আদব-কায়দা কিছুই জানা নেই। কারও ঘরে প্রবেশের নিয়ম-কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর জানা নেই যে, কারও ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। ফলে তিনি বিনা অনুমতিতেই ঢুকে পড়েছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। বরং তাকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিলেন কারও ঘরে প্রবেশের আগে কীভাবে অনুমতি চাইতে হয়। বললেন, বের হও, তারপর প্রথমে সালাম দাও, তারপর বলো 'প্রবেশ করতে পারি?'।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।

খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৭১০ | মুসলিম বাংলা