আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪১. নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
হাদীস নং: ২৬৮৪
আন্তর্জাতিক নং: ২৬৮৪
ইবাদতের উপর ফিকহের (দ্বীনী ইলমের) ফযীলত।
২৬৮৪. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ দু‘টো বিষয় এমন আছে কোন মুনাফিকের মাঝে যার একত্রিত হওয়া সম্ভব নয়। সুন্দর চরিত্র আর দ্বীনের প্রজ্ঞা।
এ হাদীসটি গারীব। খালাফ ইবনে আইয়ুব আমিরী (রাহঃ) এর সূত্র ছাড়া আওফ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ব্যতীত তার বরাতে আর কাউকে রিওয়ায়াত করতে দেখিনি। খালাফ ইবনে আইয়ুব কেমন ব্যক্তি তা-ও আমাদের জানা নেই।
এ হাদীসটি গারীব। খালাফ ইবনে আইয়ুব আমিরী (রাহঃ) এর সূত্র ছাড়া আওফ (রাহঃ) এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আর আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ব্যতীত তার বরাতে আর কাউকে রিওয়ায়াত করতে দেখিনি। খালাফ ইবনে আইয়ুব কেমন ব্যক্তি তা-ও আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْفِقْهِ عَلَى الْعِبَادَةِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا خَلَفُ بْنُ أَيُّوبَ الْعَامِرِيُّ، عَنْ عَوْفٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " خَصْلَتَانِ لاَ تَجْتَمِعَانِ فِي مُنَافِقٍ حُسْنُ سَمْتٍ وَلاَ فِقْهٌ فِي الدِّينِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَلاَ نَعْرِفُ هَذَا الْحَدِيثَ مِنْ حَدِيثِ عَوْفٍ إِلاَّ مِنْ حَدِيثِ هَذَا الشَّيْخِ خَلَفِ بْنِ أَيُّوبَ الْعَامِرِيِّ وَلَمْ أَرَ أَحَدًا يَرْوِي عَنْهُ غَيْرَ أَبِي كُرَيْبٍ مُحَمَّدِ بْنِ الْعَلاَءِ وَلاَ أَدْرِي كَيْفَ هُوَ
