আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪১. নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
হাদীস নং: ২৬৬৭
আন্তর্জাতিক নং: ২৬৬৭
ইলম লিপিবদ্ধ করা নিষিদ্ধ হওয়া সম্পর্কে।
২৬৬৭. ইয়াহয়াহ্ ইবনে মুসা ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) একবার (মক্কা বিজয়ের সময়) খুতবা দিলেন। এরপর আবু হুরায়রা (রাযিঃ) হাদীসটির বিষয়বস্তু উল্লেখ করেন। এরপর আবু শাহ (নামক জনৈক ব্যক্তি) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার জন্য এই ভাষণটি লিখে দেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমরা আবু শাহকে এটি লিখে দাও। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমরা আবু শাহকে এটি লিখে দাও। - বুখারি
হাদীসটিতে আরো কথা রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। শায়বান (রাহঃ)-ও ইয়াহয়া ইবনে আবু কাছীর (রাহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
হাদীসটিতে আরো কথা রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। শায়বান (রাহঃ)-ও ইয়াহয়া ইবনে আবু কাছীর (রাহঃ) এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ كِتَابَةِ الْعِلْمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فَذَكَرَ الْقِصَّةَ فِي الْحَدِيثِ . قَالَ أَبُو شَاهٍ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اكْتُبُوا لأَبِي شَاهٍ " . وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى شَيْبَانُ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ مِثْلَ هَذَا .
