আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪১. নবীজী ﷺ থেকে বর্ণিত ইলমের অধ্যায়
হাদীস নং: ২৬৪৮
আন্তর্জাতিক নং: ২৬৪৮
ইলম অন্বেষণের ফযীলত।
২৬৪৯. মুহা্ম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ...... সাখবারা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে তার অতীতের (গুনাহের) জন্য তা কাফফারা হয়ে যাবে।
রাবী আবু দাউদ-এর নাম হল নুফায়’ আ’মা। হাদীসের ক্ষেত্রে তিনি যঈফ। আব্দুল্লাহ্ ইবনে সাখবারা এবং তার পিতা সাখবারা (রাযিঃ) এর হাদীস রিওয়ায়াত সম্পর্কে আমাদের বেশী কিছু জানা নেই। এই হাদীসটির সনদ যঈফ।
রাবী আবু দাউদ-এর নাম হল নুফায়’ আ’মা। হাদীসের ক্ষেত্রে তিনি যঈফ। আব্দুল্লাহ্ ইবনে সাখবারা এবং তার পিতা সাখবারা (রাযিঃ) এর হাদীস রিওয়ায়াত সম্পর্কে আমাদের বেশী কিছু জানা নেই। এই হাদীসটির সনদ যঈফ।
باب مَا جَاءَ فِي فَضْلِ طَلَبِ الْعِلْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُعَلَّى، حَدَّثَنَا زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ أَبِي دَاوُدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ، عَنْ سَخْبَرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ طَلَبَ الْعِلْمَ كَانَ كَفَّارَةً لِمَا مَضَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ ضَعِيفُ الإِسْنَادِ . أَبُو دَاوُدَ يُضَعَّفُ وَلاَ نَعْرِفُ لِعَبْدِ اللَّهِ بْنِ سَخْبَرَةَ كَبِيِرَ شَيْءٍ وَلاَ لأَبِيهِ وَاسْمُ أَبِي دَاوُدَ نُفَيْعٌ الأَعْمَى تَكَلَّمَ فِيهِ قَتَادَةُ وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ .


বর্ণনাকারী: