আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৯. নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ

হাদীস নং: ২৫৯১
আন্তর্জাতিক নং: ২৫৯১
এই বিষয়ে আরেকটি অনুচ্ছেদ।
২৫৯২. আব্বাস ইবনে মুহাম্মাদ দূরী বাগদাদী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ এক হাজার বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়। তখন তা লাল বর্ণ ধারণ করে। এরপর আরো এক হাজার বছর জ্বালানো হয়। তখন তা ঘোর কৃঞ্চ বর্ণের অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। - ইবনে মাজাহ

সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। তবে এটি মারফু’ নয়। এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) -এর মউকুফ রিওয়ায়াতটি অধিক সহীহ। ইয়াহয়া ইবনে আবু বুকায়র শরীক (রাহঃ) সূত্রে ছাড়া আর কেউ এটিকে মারফু’রূপে বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই।
بَابٌ مِنْهُ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَاصِمٍ، هُوَ ابْنُ بَهْدَلَةَ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أُوقِدَ عَلَى النَّارِ أَلْفَ سَنَةٍ حَتَّى احْمَرَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى ابْيَضَّتْ ثُمَّ أُوقِدَ عَلَيْهَا أَلْفَ سَنَةٍ حَتَّى اسْوَدَّتْ فَهِيَ سَوْدَاءُ مُظْلِمَةٌ " .
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، أَوْ رَجُلٍ آخَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا مَوْقُوفٌ أَصَحُّ وَلاَ أَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ يَحْيَى بْنِ أَبِي بُكَيْرٍ عَنْ شَرِيكٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৫৯১ | মুসলিম বাংলা