আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৯. নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ
হাদীস নং: ২৫৮৩
আন্তর্জাতিক নং: ২৫৮৩
জাহান্নামীদের পানীয়।
২৫৮৪, সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত যে,(يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ) ‘‘তাদের (জাহান্নামীদের) পান করানো হবে গলিত পুঁজি যা সে অতি কষ্টে গলধঃকরণ করবে এবং তা গলধঃকরণ প্রায় অসম্ভব হয়ে যাবে।’’ (ইবরাহীম ১৪ঃ ৪৬, ১৭) প্রসঙ্গে নবী (ﷺ) বলেছেনঃ তার মুখের কাছে যখন তা নেয়া হবে সে তা অপছন্দ করবে। আরো কাছে যখন নেয়া হবে তার চেহারা পুড়ে যাবে এবং মাথার চামড়া তার (গলে) পড়ে যাবে। যখন তা পান করবে তখন নাড়ি-ভূঁড়ি সব গলিয়ে ছিন্ন-ভিন্ন করে ফেলবে এবং তা মলদ্বার দিয়ে বের হয়ে যাবে।
আল্লাহ্ তাআলা ইরশাদ করেনঃ (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) এবং তাদেরকে (জাহান্নামীদের) পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি-ভূঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দিবে (মুহাম্মাদ ৪৭ঃ ৪৫)।
আল্লাহ্ তাআলা আরো ইরশাদ করেনঃ (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) এরা (জাহান্নামীরা) পানি চাইলে এদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে ফেলবে। এ কত নিকৃষ্ট পানীয় আর অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়! (কাহফ ১৮ঃ২১)
হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর বরাতে এই কথাই ব্যক্ত করেছেন। এই রিওয়ায়াত ছাড়া উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর পরিচিতি নেই। নবী (ﷺ) এর সাহাবী আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাযিঃ) থেকে সাফওয়ান ইবনে আমর (রাহঃ) অন্য হাদীস রিওয়ায়াত করেছেন। এই আব্দুল্লাহ্ ইবনে বুসরের (রাহঃ) এক ভাই এবং তাঁর বোনও নবী (ﷺ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। আবু উমামা (রাযিঃ)-এর এই রিওয়ায়াত সাফওয়ান ইবনে আমর (রাহঃ) যে উবাইদুল্লাহ্ ইবনে বুসর-এর বরাতে এ হাদীস রিওয়ায়াত করেছেন তিনি অন্য ব্যক্তি যিনি সাহাবী নন।
আল্লাহ্ তাআলা ইরশাদ করেনঃ (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) এবং তাদেরকে (জাহান্নামীদের) পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নাড়ি-ভূঁড়ি ছিন্ন-বিচ্ছিন্ন করে দিবে (মুহাম্মাদ ৪৭ঃ ৪৫)।
আল্লাহ্ তাআলা আরো ইরশাদ করেনঃ (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) এরা (জাহান্নামীরা) পানি চাইলে এদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে ফেলবে। এ কত নিকৃষ্ট পানীয় আর অগ্নি কত নিকৃষ্ট আশ্রয়! (কাহফ ১৮ঃ২১)
হাদীসটি গারীব। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর বরাতে এই কথাই ব্যক্ত করেছেন। এই রিওয়ায়াত ছাড়া উবাইদুল্লাহ্ ইবনে বুসর (রাহঃ) এর পরিচিতি নেই। নবী (ﷺ) এর সাহাবী আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাযিঃ) থেকে সাফওয়ান ইবনে আমর (রাহঃ) অন্য হাদীস রিওয়ায়াত করেছেন। এই আব্দুল্লাহ্ ইবনে বুসরের (রাহঃ) এক ভাই এবং তাঁর বোনও নবী (ﷺ) থেকে সরাসরি হাদীস শুনেছেন। আবু উমামা (রাযিঃ)-এর এই রিওয়ায়াত সাফওয়ান ইবনে আমর (রাহঃ) যে উবাইদুল্লাহ্ ইবনে বুসর-এর বরাতে এ হাদীস রিওয়ায়াত করেছেন তিনি অন্য ব্যক্তি যিনি সাহাবী নন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ شَرَابِ أَهْلِ النَّارِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ: (يُسْقَى مِنْ مَاءٍ صَدِيدٍ * يَتَجَرَّعُهُ) قَالَ " يُقَرَّبُ إِلَى فِيهِ فَيَكْرَهُهُ فَإِذَا أُدْنِيَ مِنْهُ شَوَى وَجْهَهُ وَوَقَعَتْ فَرْوَةُ رَأْسِهِ فَإِذَا شَرِبَهُ قَطَّعَ أَمْعَاءَهُ حَتَّى يَخْرُجَ مِنْ دُبُرِهِ يَقُولُ اللَّهُ: (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ) وَيَقُولُ: (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ) " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَهَكَذَا قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ بُسْرٍ وَلاَ نَعْرِفُ عُبَيْدَ اللَّهِ بْنَ بُسْرٍ إِلاَّ فِي هَذَا الْحَدِيثِ وَقَدْ رَوَى صَفْوَانُ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ صَاحِبِ النَّبِيِّ صلى الله عليه وسلم غَيْرَ هَذَا الْحَدِيثِ وَعَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ لَهُ أَخٌ قَدْ سَمِعَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَأُخْتُهُ قَدْ سَمِعَتْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَعُبَيْدُ اللَّهِ بْنُ بُسْرٍ الَّذِي رَوَى عَنْهُ صَفْوَانُ بْنُ عَمْرٍو حَدِيثَ أَبِي أُمَامَةَ لَعَلَّهُ أَنْ يَكُونَ أَخَا عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ .


বর্ণনাকারী: