আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৯. নবীজী ﷺ থেকে বর্ণিত জাহান্নামের বিবরণ

হাদীস নং: ২৫৭৯
আন্তর্জাতিক নং: ২৫৭৯
জাহান্নামীদের শরীরের বিরাটত্ব।
২৫৮০. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে মারফূ’রূপে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কাফিরের দাঁত হবে উহূদ পাহাড়ারের মত।

হাদীসটি হাসান। আবু হাযিম হলেন আশজাঈ (রাহঃ)। তাঁর নাম হল সালমান। তিনি ছিলেন আযযা আশজাঈয়্যা (রাহঃ) এর মাওলা বা আযাদকৃত গোলাম।
بَابُ مَا جَاءَ فِي عِظَمِ أَهْلِ النَّارِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا مُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ قَالَ " ضِرْسُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو حَازِمٍ هُوَ الأَشْجَعِيُّ اسْمُهُ سَلْمَانُ مَوْلَى عَزَّةَ الأَشْجَعِيَّةِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২৫৭৯ | মুসলিম বাংলা