আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত জান্নাতের বিবরণ
হাদীস নং: ২৫৭২
আন্তর্জাতিক নং: ২৫৭২
জান্নাতের নহরসমূহ।
২৫৭৩. হান্নাদ (রাহঃ) ...... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে তিনবার জান্নাতের দুআ করে তবে জান্নাত তখন বলে, ’হে আল্লাহ্! একে জান্নাতে দাখিল করে দাও।’ আর কোন ব্যক্তি যদি জাহান্নাম থেকে তিনবার পানাহ চায় তবে জাহান্নাম বলে, ’হে আল্লাহ্! একে জাহান্নাম থেকে পানাহ দিয়ে দাও।’
ইউনুস (রাহঃ) এ হাদীসটিকে আবু ইসহাক (রাহঃ) থেকে বুরায়দ ইবনে আবু মারয়াম-আনাস (রাযিঃ) সনদে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু ইসহাক-বুরায়দ ইবনে আবু মারয়াম-আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে তাঁর উক্তি হিসাবেও এটি বর্ণিত আছে।
ইউনুস (রাহঃ) এ হাদীসটিকে আবু ইসহাক (রাহঃ) থেকে বুরায়দ ইবনে আবু মারয়াম-আনাস (রাযিঃ) সনদে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবু ইসহাক-বুরায়দ ইবনে আবু মারয়াম-আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে তাঁর উক্তি হিসাবেও এটি বর্ণিত আছে।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ أَنْهَارِ الجَنَّةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ . وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلاَثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ " . قَالَ هَكَذَا رَوَى يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِي إِسْحَاقَ هَذَا الْحَدِيثَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَقَدْ رُوِيَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ مَوْقُوفًا أَيْضًا .
