আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত জান্নাতের বিবরণ
হাদীস নং: ২৫৬৭
আন্তর্জাতিক নং: ২৫৬৭
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৫৬৮. আবু কুরায়ব (রাহঃ) ...... আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে মারফু’রূপে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, তিন ব্যক্তি এমন যাদেরকে মহাপরাক্রমশালী আল্লাহ্ তাআলা ভালবাসেনঃ যে ব্যক্তি রাতে নামাযে দাঁড়িয়ে আল্লাহর কিতাব তিলাওয়াত করে, যে ব্যক্তি (এমন) গোপনে আল্লাহর পথে ডান হাতে দান-খয়রাত করে যে, বাম হাতও তা টের পায় না এবং যে ব্যক্তি কোন যুদ্ধভিযান দলে শরীক হয় আর তার সঙ্গী-সাথীরা হেরে যাওয়ার পরও সে শত্রু সম্মুখে অগ্রসর হয়।
হাদীসটি গারীব। এই সূত্রে এটি সংরক্ষিত নয়। সহীহ রিওয়ায়াত হল যেটি শু’বা (রাহঃ) প্রমূখ মনসুর-রিবঈ ইবনে খিরাশ-যায়দ ইবনে যাবয়ান-আবু যাবর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। রাবী আবু বকর ইবনে আয়্যাশ রিওয়ায়াতের ক্ষেত্রে অনেক ভুল করে থাকেন।
হাদীসটি গারীব। এই সূত্রে এটি সংরক্ষিত নয়। সহীহ রিওয়ায়াত হল যেটি শু’বা (রাহঃ) প্রমূখ মনসুর-রিবঈ ইবনে খিরাশ-যায়দ ইবনে যাবয়ান-আবু যাবর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। রাবী আবু বকর ইবনে আয়্যাশ রিওয়ায়াতের ক্ষেত্রে অনেক ভুল করে থাকেন।
بَابٌ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يَرْفَعُهُ قَالَ " ثَلاَثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ رَجُلٌ قَامَ مِنَ اللَّيْلِ يَتْلُو كِتَابَ اللَّهِ وَرَجُلٌ تَصَدَّقَ صَدَقَةً بِيَمِينِهِ يُخْفِيهَا أُرَاهُ قَالَ مِنْ شِمَالِهِ وَرَجُلٌ كَانَ فِي سَرِيَّةٍ فَانْهَزَمَ أَصْحَابُهُ فَاسْتَقْبَلَ الْعَدُوَّ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَهُوَ غَيْرُ مَحْفُوظٍ . وَالصَّحِيحُ مَا رَوَى شُعْبَةُ وَغَيْرُهُ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ زَيْدِ بْنِ ظَبْيَانَ عَنْ أَبِي ذَرٍّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَأَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ كَثِيرُ الْغَلَطِ .
