আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২৮
২২৯। তাওয়াফে যিয়ারতের পর স্ত্রীলোকের হায়য শুরু হওয়া।
৩২২। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ..... নবী (ﷺ) এর পত্নী আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসুলাল্লাহ! সাফিয়্যা বিনতে হুয়াইয়ের হায়য শুরু হয়েছে। তিনি বললেনঃ সে তো আমাদেরকে আটকিয়ে রাখবে। সে কি তোমাদের সঙ্গে তাওয়াফে-যিয়ারত করেনি? তাঁর জবাব দিলেন, হ্যাঁ করেছেন। তিনি বললেনঃ তা হলে বের হও।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন