আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত জান্নাতের বিবরণ
হাদীস নং: ২৫৪৮
আন্তর্জাতিক নং: ২৫৪৮
জান্নাতের দরজাসমূহের বিবরণ।
২৫৫০. ফযল ইবনে সাব্বাহ বাগদাদী (রাহঃ) ...... সালিম ইবনে আব্দুল্লাহ্ তৎপিতা আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সেটির প্রস্থ হল অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন অশ্বারোহীর তিন দিনের পথ। এরপরও এত ভিড় হবে যে, এর চাপে তাদের কাঁধ চেপটে ছিড়ে যাবে বলে মনে হবে।
আবু ঈসা (রাহঃ) বলে, হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) -কে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম; কিন্তু তিনি এটি চিনতে পারলেন না। তিনি সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে খালিদ ইবনে আবু বকর বহু মুনকার হাদীস রিওয়ায়াত করে থাকেন বলে উল্লেখ করলেন।
আবু ঈসা (রাহঃ) বলে, হাদীসটি গারীব। আমি মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ) -কে এই হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম; কিন্তু তিনি এটি চিনতে পারলেন না। তিনি সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে খালিদ ইবনে আবু বকর বহু মুনকার হাদীস রিওয়ায়াত করে থাকেন বলে উল্লেখ করলেন।
بَابُ مَا جَاءَ فِي صِفَةِ أَبْوَابِ الجَنَّةِ
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مَعْنُ بْنُ عِيسَى الْقَزَّازُ، عَنْ خَالِدِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بَابُ أُمَّتِي الَّذِي يَدْخُلُونَ مِنْهُ الْجَنَّةَ عَرْضُهُ مَسِيرَةُ الرَّاكِبِ الْجَوَادَ ثَلاَثًا ثُمَّ إِنَّهُمْ لَيُضْغَطُونَ عَلَيْهِ حَتَّى تَكَادُ مَنَاكِبُهُمْ تَزُولُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . قَالَ سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا الْحَدِيثِ فَلَمْ يَعْرِفْهُ وَقَالَ لِخَالِدِ بْنِ أَبِي بَكْرٍ مَنَاكِيرُ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ .
