আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৮. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত জান্নাতের বিবরণ

হাদীস নং: ২৫৩৪
আন্তর্জাতিক নং: ২৫৩৪
জান্নাতবাসীদের স্ত্রীগণের বিবরণ।
২৫৩৬. হান্নাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে উক্ত মর্মে অনুরূপ বর্ণিত আছে। তবে এটি মারফূ’ নয়। (দেখুন পূর্বের হাদীস)

এটি আবীদা ইবনে হুমায়দ (রাহঃ) এর রিওয়ায়াত থেকে অধিকতর সহীহ। জারীর প্রমুখ রাবীগণ (রাহঃ)-ও আতা ইবনে সাইব (রাহঃ) থেকে এরূপ রিওয়ায়াত করেছেন। তাঁরা এটিকে মারফু’ রূপে রিওয়ায়াত করেননি।
بَابٌ فِي صِفَةِ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، نَحْوَهُ بِمَعْنَاهُ وَلَمْ يَرْفَعْهُ . وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبِيدَةَ بْنِ حُمَيْدٍ وَهَكَذَا رَوَى جَرِيرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ وَلَمْ يَرْفَعُوهُ .
জামে' তিরমিযী - হাদীস নং ২৫৩৪ | মুসলিম বাংলা