আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং: ৩২০৬
আন্তর্জাতিক নং: ৩৪৪৯
২০৪৬. ঈসা ইবনে মারইয়াম (আলাইহিস সালাম)- এর অবতরণের বর্ণনা
৩২০৬। ইবনে বুকায়র (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের অবস্থা কেমন (আনন্দের) হবে, যখন তোমাদের মাঝে মারইয়াম তনয় ঈসা (আলাইহিস সালাম) অবতরণ করবেন, আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে। আর উকাইল ও আওযায়ী (রাহঃ)–এর অনুসরণ করেছেন।*
*ঈসা (আলাইহিস সালাম) মুসলমানদের ইমাম হবেন বটে কিন্তু তিনি কুরআন ও সুন্নাহ মোতাবেক শাসনকার্য চালাবেন, ইঞ্জিল মতে নয়। তিনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে আসবেন। -(আইনী)
*ঈসা (আলাইহিস সালাম) মুসলমানদের ইমাম হবেন বটে কিন্তু তিনি কুরআন ও সুন্নাহ মোতাবেক শাসনকার্য চালাবেন, ইঞ্জিল মতে নয়। তিনি ইসলাম ধর্মের অনুসারী হয়ে আসবেন। -(আইনী)
باب نُزُولُ عِيسَى ابْنِ مَرْيَمَ عليهما السلام
3449 - حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ، وَإِمَامُكُمْ مِنْكُمْ» ، تَابَعَهُ عُقَيْلٌ، وَالأَوْزَاعِيُّ
