আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪৪৬
২০৪৫. মহান আল্লাহর বাণীঃ স্মরণ কর এ কিতাবে মারইয়ামের কথা। যখন সে তার পরিজন থেকে পৃথক হল।
৩২০৩। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) .... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন লোক তার দাসীকে আদব-কায়দা শিখায় এবং তা ভালভাবে শিখায়, এবং তাকে দ্বীন শিখায় আর তা উত্তমভাবে শিখায়, তারপর তাকে আযাদ করে দেয়, অতঃপর তাকে বিয়ে করে তবে সে দু’টি করে সাওয়াব পাবে। আর যদি কেউ ঈসা (আলাইহিস সালাম)- এর প্রতি ঈমান আনয়ন করে, তারপর আমার প্রতিও ঈমান আনে, তার জন্যও দু’টি করে সাওয়াব রয়েছে। আর গোলাম যদি তার প্রতিপালককে ভয় করে, এবং তার মনিবদেরকে মেনে চলে,তাহলে তার জন্যও দু’টি করে সাওয়াব রয়েছে।


বর্ণনাকারী: