আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৮- নবীগণের আঃ আলোচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪৩৮
২০৪৫. মহান আল্লাহর বাণীঃ স্মরণ কর এ কিতাবে মারইয়ামের কথা। যখন সে তার পরিজন থেকে পৃথক হল।
৩১৯৬। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, (মিরাজের রাতে) আমি ঈসা (আলাইহিস সালাম), মুসা (আলাইহিস সালাম) ও ইবরাহীম (আলাইহিস সালাম)-কে দেখেছি। ঈসা (আলাইহিস সালাম) গৌর বর্ণ,সোজাচুল এবং প্রশস্ত বক্ষবিশিষ্ট লোক ছিলেন, মুসা (আলাইহিস সালাম) বাদামী রং বিশিষ্ট ছিলেন, তাঁর দেহ ছিল সুঠাম এবং মাথার চুল ছিল সোজা যেন ‘যুত’ গোত্রের একজন লোক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন