আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৪. স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ২২৮৭
আন্তর্জাতিক নং: ২২৮৭
দাঁড়ি-পাল্লা এবং বালতি সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।
২২৯০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবু বকর (রাযিঃ)-কে ওজন করা হয়। এতে আবু বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবু বকর ও উমর (রাযিঃ)-এর ওজন করা হয়। এতে উমরের চেয়ে আবু বকর (রাযিঃ)-এর ওজন হয় অধিক। এরপর উমর ও উসমানের ওজন করা হয় এতে উমরের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারায় উদ্বেগ লক্ষ্য করলাম।
بَابُ مَا جَاءَ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِيزَانَ وَالدَّلْوَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ذَاتَ يَوْمٍ " مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا " . فَقَالَ رَجُلٌ أَنَا رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ بِأَبِي بَكْرٍ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ . فَرَأَيْنَا الْكَرَاهِيَةَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .


বর্ণনাকারী: