আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৪. স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ২২৭৭
আন্তর্জাতিক নং: ২২৭৭
স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখলে কি করবে।
২২৮০. কুতায়বা (রাহঃ) ..... আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ভালো স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে। কেউ যদি স্বপ্নে অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন তার বাম দিকে তিনবার থুথু ফেলে, আর এর অনিষ্ট থেকে যেন আল্লাহর কাছে পানাহ চায়। ফলে তা তার কোন ক্ষতি করবে না।
بَابُ إِذَا رَأَى فِي الْمَنَامِ مَا يَكْرَهُ مَا يَصْنَعُ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَنْفُثْ عَنْ يَسَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي سَعِيدٍ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

হাদীসের ব্যাখ্যা:

এখানে বলা হয়েছে, ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয় আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। মন্দ স্বপ্নকে حُلم বলা হয়েছে। الرؤيا ও الحُلُم উভয় শব্দ মূলত একই অর্থ দেয়। উভয়েরই অর্থ স্বপ্ন। অর্থাৎ ঘুমের ভেতর মানুষ যা-কিছু দেখে। তবে কুরআন-হাদীছে সাধারণত ভালো স্বপ্নের জন্য الرؤيا ও মন্দ স্বপ্নের জন্য الحلم ব্যবহার হয়ে থাকে, যদিও শাব্দিক অর্থের বিবেচনায় উভয় শব্দই উভয়রকম স্বপ্নের জন্য ব্যবহৃত হতে পারে।

বলা হয়েছে- فلينفث عن شماله ثلاثا (সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে)। থুথু ফেলার উদ্দেশ্য শয়তানকে তাড়ানো। তার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রকাশ করা। ينفث শব্দটির উৎপত্তি نفث থেকে। এর অর্থ এমনভাবে ফুঁ দেওয়া, যাতে সামান্য থুথুও বের হয়ে আসে। বামদিকে থুতু ফেলার কারণ হল বাড়তি ঘৃণা প্রকাশ করা। শয়তান এক ঘৃণ্য জীব। তার জন্য বাম দিক ধার্য করাই যথার্থ এবং ময়লা ফেলার জন্যও বাম দিকটাই উপযুক্ত। তিনবার থুথু ফেলার দ্বারা সেই ঘৃণাপ্রকাশ আরও তীব্রতর হয়।

সবশেষে বলা হয়েছে, শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। অর্থাৎ- أعوذ باللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়বে। বামদিকে তিনবার থুথু ফেলার সঙ্গে أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়াটা শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার এক উত্তম ব্যবস্থা। এ কারণেই নামাযের ভেতর যার বেশি ওয়াসওয়াসা ও সন্দেহ দেখা দেয়, হাদীছে তার জন্যও এই ব্যবস্থা দেওয়া হয়েছে। সেও أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়ে বামদিকে তিনবার থুথু ফেলবে। এতে তার সে ওয়াসওয়াসা ও সন্দেহ দূর হয়ে যাবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয়। কাজেই এটা নি'আমত। এর জন্য আল্লাহ তা'আলার শোকর আদায় করতে হবে।

খ. মন্দ স্বপ্নে শয়তানের প্রভাব ও সক্রিয়তা থাকে। তাই তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এ হাদীছে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে। ব্যবস্থাসমূহ নিম্নরূপ-

১. আল্লাহ তা'আলার আশ্রয় গ্রহণ করা অর্থাৎ أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়া। এটা তিনবার পড়া ভালো।

২. বামদিকে তিনবার থুথু ফেলা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন