আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ

হাদীস নং: ২২২৪
আন্তর্জাতিক নং: ২২২৪
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২২২৭. বুনদার (রাহঃ) ...... যিয়াদ ইবনে কুসায়ব আদওয়ী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলে, আমি ইবনে আমীরের মিম্বরের নীচে আবু বাকরা (রাযিঃ)-এর সঙ্গে বসেছিলাম। তিনি খুতবা দিচ্ছিলেন। তার পরনে ছিল হালকা পাতলা ধরণের পোশাক। তখন আবু বিলাল (রাহঃ) আমাকে বললেনঃ আমাদের আমীরের দিকে চেয়ে দেখ, ফাসিকদের অনুরূপ পোশাক পরেছেন। আবু বাকরা (রাযিঃ) বললেনঃ চুপ কর, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যমীনে আল্লাহর নিযুক্ত সুলতানকে অপমান করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্চিত করবেন।
باب
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مِهْرَانَ، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ زِيَادِ بْنِ كُسَيْبٍ الْعَدَوِيِّ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بَكْرَةَ تَحْتَ مِنْبَرِ ابْنِ عَامِرٍ وَهُوَ يَخْطُبُ وَعَلَيْهِ ثِيَابٌ رِقَاقٌ فَقَالَ أَبُو بِلاَلٍ انْظُرُوا إِلَى أَمِيرِنَا يَلْبَسُ ثِيَابَ الْفُسَّاقِ . فَقَالَ أَبُو بَكْرَةَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الأَرْضِ أَهَانَهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসকের অবাধ্যতা করার পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, কেউ শাসককে অপমান ও অপদস্থ করলে আল্লাহ তা'আলা তাকে অপদস্থ করবেন। শাসককে অপদস্থ করার অর্থ তার আদেশ-নিষেধ না মানা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তার সমালোচনা করা, তার কাজকর্ম নিয়ে উপহাস করা ইত্যাদি। এসব করা কিছুতেই সমীচীন নয়। কেননা মুসলিম শাসক জনগণের জন্য আল্লাহ তা'আলার ছায়াস্বরূপ। ছায়া দ্বারা যেমন মানুষ রোদের তাপ থেকে রক্ষা পায়, তেমনি শাসকের দ্বারাও মানুষ তাদের জান-মালের নিরাপত্তা লাভ করে। শাসক মানুষের জান-মালের নিরাপত্তার ব্যবস্থা নেয়। ফলে মানুষ নিশ্চিন্তে ও নিরাপদে জীবনযাপন করতে পারে এবং নির্বিঘ্নে আল্লাহ তা'আলার ইবাদত-বন্দেগীতে মশগুল থাকতে পারে। শাসক জনগণের রক্ষক ও পাহারাদারস্বরূপ। পাহারাদার না থাকলে যেমন বকরির পাল হিংস্র পশুর খোরাক হয়ে যায়, তেমনি রাষ্ট্রের কোনও শাসক না থাকলে সর্বত্র নৈরাজ্য ছড়িয়ে পড়ে, প্রত্যেকে গায়ের জোরে অন্যের অধিকার কেড়ে নিতে চায়, ফলে চারদিকে মারামারি হানাহানি শুরু হয়ে যায় আর এভাবে মানুষের দীন-দুনিয়া সব বরবাদ হয়ে যায়। সুতরাং মানুষের জন্য শাসক আল্লাহ তা'আলার অনেক বড় রহমত। তার বিরোধিতা ও অবাধ্যতা করার দ্বারা মানুষ সে রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। যেখানে রহমত থাকে না, সেখানে গজব ছাড়া আর কী থাকতে পারে? কাজেই যার বিরোধিতার দরুন গজবের এ পরিস্থিতি দেখা দিল, এর খেসারতও তো তাকেই সবার আগে দিতে হবে। শাসকের আনুগত্য করা ছিল আল্লাহরই হুকুম। সে হুকুম অমান্য করে যখন সে আল্লাহরও অবাধ্য হয়ে গেছে, তখন তাকে শাস্তি তো পেতেই হবে। এর জন্য আখিরাতে যে শাস্তি বরাদ্দ আছে তা তো আছেই, দুনিয়ায়ও তার জন্য রয়েছে কঠিন লাঞ্ছনা। যে শাসকের সে বিরোধিতা করেছে, হয়তো সে তারই কোপানলে পড়বে, নয়তো পরবর্তীতে যে শাসক আসবে, সেও তাকে সন্দেহের চোখে দেখবে। এভাবে তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে পড়বে। কাজেই শাসক যদি ন্যায়পরায়ণ হয়, তবে তো বিরোধিতা করার প্রশ্নই আসে না। এমনকি যদি জালেমও হয়, তবুও সর্বাত্মক ক্ষতি থেকে বাঁচার লক্ষ্যে কিংবা মন্দের ভালো মেনে নেওয়ার নীতিতে তার বিরোধিতা করা হতে বিরত থাকাই শ্রেয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

শরী'আতসম্মত কারণ ছাড়া কোনও অবস্থায়ই শাসকের বিরোধিতা করতে নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২২২৪ | মুসলিম বাংলা