আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
হাদীস নং: ২২০৭
আন্তর্জাতিক নং: ২২০৭
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২২১০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে, পৃথিবীতে ’আল্লাহ আল্লাহ’ বলার মতও কেউ নাই।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُقَالَ فِي الأَرْضِ اللَّهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، نَحْوَهُ وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الأَوَّلِ .
হাদীসের তাখরীজ (সূত্র):
এ হাদীসটি হাসান। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। এ রিওয়ায়াতটি প্রথমটির অপেক্ষা অধিক সহীহ।
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়ার বুকে যতক্ষণ আল্লাহ বিশ্বাসীগণ বাস করবেন ততক্ষণ কিয়ামত অনুষ্ঠিত হবে না। এমন কি একজন মানুষও আল্লাহর হুকুম মানার মত থাকলে আল্লাহ আসমান যমীনের নি'আমত চালু রাখবেন এবং তাঁর বান্দাদেরকে দুনিয়ার যিন্দেগীর অবকাশ দেবেন। বস্তুতঃ আল্লাহর হুকুম পালন, আল্লাহর যিকির এবং আল্লাহর ইবাদত এ বিশ্বের প্রাণস্বরূপ। যতদিন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসব নেককাজ করবে ততদিন দুনিয়া বেঁচে থাকবে। রূহ ছাড়া যেরূপ আমাদের দেহ বাঁচতে পারে না, ঠিক দুনিয়াও তার রূহ ছাড়া বাঁচতে পারে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)