আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩২. নবীজী ﷺ থেকে তাকদীর সংশ্লিষ্ট বর্ণনা

হাদীস নং: ২১৪৮
আন্তর্জাতিক নং: ২১৪৮
নবীজী ﷺ থেকে তাকদীর সংশ্লিষ্ট বর্ণনা
ঝাড়-ফুঁক বা ঔষধ কিছুই আল্লাহর নির্ধারিত তাকদীর রদ করতে পারে না।
২১৫১. সাঈদ ইবনে আব্দুর রহমান মাখযূমী (রাহঃ) ..... ইবনে আবু খিযামা তার পিতা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বললঃ আপনি কি মনে করেন, এই ঝাড়-ফুঁক যা আমরা করাই, ঔষধ যা দিয়ে আমরা চিকিৎসা করি, পরহেয যার মাধ্যমে আমরা সাবধানতা অবলম্বন করি এগুলি কি আল্লাহর নির্ধারিত তাকদীরের কিছু রদ করতে পারে? তিনি বললেনঃ এ-ও আল্লাহর তাকদীরের অন্তর্গত।
أبواب القدر عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء لا ترد الرقى ولا الدواء من قدر الله شيئا
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ أَبِي خُزَامَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا فَقَالَ " هِيَ مِنْ قَدَرِ اللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الزُّهْرِيِّ وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا عَنْ سُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ وَهَذَا أَصَحُّ هَكَذَا قَالَ غَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ .

হাদীসের তাখরীজ (সূত্র):

যুহরীর রিওয়ায়াত ছাড়া এ হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। একাধিক রাবী এ হাদীসটি সুফিয়ান-যুহরী-আবু খিযামা তার পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। এটিই অধিকতর সহীহ। এ একাধিক রাবী যুহরী-আবু খিযামা-তার পিতা রাদিয়াল্লাহু আনহু সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বক্তব্যের সারমর্ম হল, আমরা উদ্দেশ্য সাধনের জন্য যে তদবির ও কোশেশ করে থাকি এবং এ ব্যাপারে যে সব উপায় উপকরণ প্রয়োগ করি তার সবকিছুই আল্লাহর নির্ধারিত তাকদীরের অধীন। অর্থাৎ আল্লাহর তরফ থেকে এটা নির্ধারিত হয় যে, অমুক ব্যক্তি অমুক অসুখের দ্বারা আক্রান্ত হবে এবং অমুক ঝাড়ফুঁক বা ঔষধের দ্বারা আরোগ্য লাভ করবে। বিষয়টির উপর চিন্তা-ভাবনা করলে বিষয়টি সহজে অনুমিত হয় যে, তাকদির সম্পর্কিত অনেক প্রশ্ন ও সন্দেহের জবাব রাসূলুল্লাহ (ﷺ)-এর উক্ত দু'শব্দ সম্বলিত বক্তব্যের দ্বারা দূর হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: