আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩০. অছিয়াত সম্পর্কিত বিধানাবলী

হাদীস নং: ২১২২
আন্তর্জাতিক নং: ২১২২
ওয়াসীয়তের পূর্বে ঋণ পরিশোধ করতে হবে।
২১২৫. ইবনে আবু উমর (রাহঃ) ...... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) ওয়াসীয়তের পূর্বে ঋণ পরিশোধ করার নির্দেশ দিয়েছেন, অথচ তোমরা আয়াতে ঋণের পূর্বে ওয়াসীয়তের কথা পড়ে থাক। (দ্রষ্টব্য সূরা নিসা ৪ঃ ১২)
باب ما جاء يبدأ بالدين قبل الوصية
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَضَى بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ وَأَنْتُمْ تَقْرَءُونَ الْوَصِيَّةَ قَبْلَ الدَّيْنِ . قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ عَامَّةِ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُبْدَأُ بِالدَّيْنِ قَبْلَ الْوَصِيَّةِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ২১২২ | মুসলিম বাংলা