আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৮- নবীগণের আঃ আলোচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪১২
২০৩১.মহান আল্লাহর বাণীঃ নিশ্চয়ই কারূন ছিল মূসা (আ)-এর সম্প্রদায় ভুক্ত।.... (২৮ঃ ৭৬) لَتَنُوءُ অর্থ অবশ্যই কষ্টসাধ্য ছিল। ইবনে আব্বাস (রা) বলেন, একদল বলবান লোকও তার চাবিগুলো বহন করতে পারতো না। বলা হয় الْفَرِحِينَ অর্থ দাম্ভিক লোকগুলো। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ ---- وَيْكَأَنَّ اللَّهَ - এর ন্যায়, অর্থ তুমি দেখলে তো, আল্লাহ্ যাকে ইচ্ছা রিয্ক্ বেশী করে দেন, আর যাকে ইচ্ছা কম করে দেন.... (৩০ঃ৩৭ )
৩১৭৩। মুসাদ্দাদ (রাহঃ) এবং আবু নু‘আঈম (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যেন এরূপ না বলে যে, আমি (মুহাম্মাদ (ﷺ)) ইউনুস (আলাইহিস সালাম) থেকে উত্তম। মুসাদ্দাদ (রাহঃ) বাড়িয়ে বললেন, ইউনুস ইবনে মাত্তা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন