আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান

হাদীস নং: ২০৫৯
আন্তর্জাতিক নং: ২০৫৯
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
বদ নযরের ক্ষেত্রে ঝাড়-ফুঁক করা।
২০৬৫। ইবনে আবু উমর (রাহঃ) ..... উবাইদ ইবনে রিফাআ আয-যুরাকী (রাযিঃ) থেকে বর্ণিত যে, আসমা বিনতে উমায়স (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ, জা‘ফরের সন্তানদের খুব তাড়াতাড়ি নজর লাগে। আমি কি তাদের ঝাড়-ফুঁক করাতে পারি? তিনি বললেনঃ হ্যাঁ, কোন জিনিস যদি তকদীরকে অতিক্রম করার মত হত তবে বদ নযর তা অবশ্যই অতিক্রম করতে পারত।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الرقية من العين
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ، وَهُوَ أَبُو حَاتِمِ بْنُ عَامِرٍ عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ الزُّرَقِيِّ، أَنَّ أَسْمَاءَ بِنْتَ عُمَيْسٍ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ وَلَدَ جَعْفَرٍ تُسْرِعُ إِلَيْهِمُ الْعَيْنُ أَفَأَسْتَرْقِي لَهُمْ فَقَالَ " نَعَمْ فَإِنَّهُ لَوْ كَانَ شَيْءٌ سَابَقَ الْقَدَرَ لَسَبَقَتْهُ الْعَيْنُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَبُرَيْدَةَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَقَدْ رُوِيَ هَذَا، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عُرْوَةَ بْنِ عَامِرٍ، عَنْ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . حَدَّثَنَا بِذَلِكَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، بِهَذَا .

হাদীসের তাখরীজ (সূত্র):

এই বিষয়ে ইমরান ইবনে হুসাইন ও বুরায়দা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদিস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আইয়ূবআমর ইবনে দীনার উরওয়া ইবনে আমিরউবাইদ ইবনে রিফা‘ আঃআসমা বিনতে উমায়স রাদিয়াল্লাহু আনহ সূত্রে নবী (ﷺ) থেকেও হাদীসটি বর্ণিত আছে। হাসান ইবনে আলী খাল্লাল (রাহঃ) এটিকে আবদুর রাযযাকমা‘মার আইয়ূব (রাহঃ) থেকে আমাদের বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান