আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৮. রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
হাদীস নং: ২০৪৫
আন্তর্জাতিক নং: ২০৪৫
রোগ-ব্যধি ও চিকিৎসা সম্পর্কিত শরয়ী বিধান
বিষ বা অন্য কিছু প্রয়োগে আত্মহত্যা করা।
সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ...... আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, হারাম ঔষধ প্রয়োগ করতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।
আবু ঈসা বলেন, হারাম ঔষধ এর অর্থ বিষ।
সহীহ, ইবনু মা-জাহ (৩৪৫৯)।
আবু ঈসা বলেন, হারাম ঔষধ এর অর্থ বিষ।
সহীহ, ইবনু মা-জাহ (৩৪৫৯)।
أبواب الطب عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء فيمن قتل نفسه بسم أو غيره
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّوَاءِ الخَبِيثِ» : يَعْنِي السُّمَّ