আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৯৫
আন্তর্জাতিক নং: ১৮৯৫
কোন পানীয় রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অধিক প্রিয় ছিল?
১৯০১। ইবনে আবু উমর (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় পানীয় ছিল ঠাণ্ডা মিষ্টি শরবত।
একাধিক রাবী ইবনে উয়াইনা (রাহঃ) থেকে মা‘মার-যুহরী-উরওয়া-আয়িশা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। সহীহ হল যে রিওয়ায়াতটি ইমাম যুহরী (রাহঃ) নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
একাধিক রাবী ইবনে উয়াইনা (রাহঃ) থেকে মা‘মার-যুহরী-উরওয়া-আয়িশা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। সহীহ হল যে রিওয়ায়াতটি ইমাম যুহরী (রাহঃ) নবী (ﷺ) থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ أَىُّ الشَّرَابِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْحُلْوُ الْبَارِدُ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عُيَيْنَةَ مِثْلَ هَذَا عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنِ الزُّهْرِيِّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً .
