আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৭৫
আন্তর্জাতিক নং: ১৮৭৫
যে সমস্ত শস্য দানা দ্বারা মদ তৈরী করা হয়।
১৮৮১। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মদ হয় এ দুটি বৃক্ষ থেকেঃ খেজুর ও আঙ্গুর। ইবনে মাজাহ ৩৩৭৮, মুসলিম
এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকরী আবু কাসীর সুহায়মী হলেন উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনে আব্দুর রহমান ইবনে গুফায়ল। শু‘বা (রাহঃ) ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।
এ হাদীসটি হাসান-সহীহ। বর্ণনাকরী আবু কাসীর সুহায়মী হলেন উবারী। তার নাম হল ইয়াযীদ ইবনে আব্দুর রহমান ইবনে গুফায়ল। শু‘বা (রাহঃ) ইকরিমা ইবনে আম্মার (রাহঃ) সূত্রে উক্ত হাদীসটি রিওয়ায়াত করেছেন।
باب مَا جَاءَ فِي الْحُبُوبِ الَّتِي يُتَّخَذُ مِنْهَا الْخَمْرُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، وَعِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ النَّخْلَةُ وَالْعِنَبَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو كَثِيرٍ السُّحَيْمِيُّ هُوَ الْغُبَرِيُّ وَاسْمُهُ يَزِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُفَيْلَةَ . وَرَوَى شُعْبَةُ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ هَذَا الْحَدِيثَ .
