আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৭১
আন্তর্জাতিক নং: ১৮৭১
মশকে নাবীয তৈরী।
১৮৭৭। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য মশকে নাবীয তৈরী করতাম। এর উপরের দিকটি ফিতা দিয়ে বেঁধে দেয়া হত। এর একটি ছিদ্র ছিল। সকালে নাবীয করলে তিনি বিকালে তা পান করতেন। আর বিকালে নাবীয করলে তিনি ভোরে তা পান করতেন।
ইবনে মাজাহ ৩৩৯৮
এ বিষয়ে জাবির, আবু সাঈদ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া ইউনুস ইবনে উবাইদ (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই হাদীসটি আয়িশা (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে।
ইবনে মাজাহ ৩৩৯৮
এ বিষয়ে জাবির, আবু সাঈদ ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি গারীব। এই সূত্র ছাড়া ইউনুস ইবনে উবাইদ (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই হাদীসটি আয়িশা (রাযিঃ) থেকে অন্য সূত্রে বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الاِنْتِبَاذِ فِي السِّقَاءِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا نَنْبِذُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سِقَاءٍ يُوكَأُ فِي أَعْلاَهُ لَهُ عَزْلاَءُ نَنْبِذُهُ غُدْوَةً وَيَشْرَبُهُ عِشَاءً وَنَنْبِذُهُ عِشَاءً وَيَشْرَبُهُ غُدْوَةً . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَأَبِي سَعِيدٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ عُبَيْدٍ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ عَائِشَةَ أَيْضًا .
