আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৬৪
আন্তর্জাতিক নং: ১৮৬৪
নেশা সৃষ্টিকারী সব কিছুই হারাম।
১৮৭০। উবাইদা ইবনে আসবাত ইবনে মুহাম্মাদ কুরাশী ও আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, নবী (ﷺ)কে বলতে শুনেছি, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তই হারাম। ইবনে মাজাহ ৩৩৮৭, মুসলিম
এই বিষয়ে উমর, আলী, ইবনে মাসউদ, আবু সাঈদ, আবু মুসা, আশাজ্জ উসারী, দায়লাম, মায়মুনা, আয়িশা ইবনে আব্বাস, কায়স ইবনে সা‘দ, নু‘মান ইবনে বাশীর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, উম্মে সালামা, বুরায়দা, আবু হুরায়রা, ওয়াইল ইবনে হুজর ও মুযানী (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান। আবু সালামা-আবু হুরায়রা-নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে। উভয় রিওয়ায়াতই সহীহ। একাধিক রাবী এটিকে মুহাম্মাদ ইবনে আমর-আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবু সালামা-ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে তা বর্ণিত আছে।
এই বিষয়ে উমর, আলী, ইবনে মাসউদ, আবু সাঈদ, আবু মুসা, আশাজ্জ উসারী, দায়লাম, মায়মুনা, আয়িশা ইবনে আব্বাস, কায়স ইবনে সা‘দ, নু‘মান ইবনে বাশীর, মুআবিয়া, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, উম্মে সালামা, বুরায়দা, আবু হুরায়রা, ওয়াইল ইবনে হুজর ও মুযানী (রাযিঃ) থেকে হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান। আবু সালামা-আবু হুরায়রা-নবী (ﷺ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণিত আছে। উভয় রিওয়ায়াতই সহীহ। একাধিক রাবী এটিকে মুহাম্মাদ ইবনে আমর-আবু সালামা-আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। আবু সালামা-ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে তা বর্ণিত আছে।
باب مَا جَاءَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ الْكُوفِيُّ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " كُلُّ مُسْكِرٍ حَرَامٌ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَابْنِ مَسْعُودٍ وَأَنَسٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي مُوسَى وَالأَشَجِّ الْعَصَرِيِّ وَدَيْلَمَ وَمَيْمُونَةَ وَابْنِ عَبَّاسٍ وَقَيْسِ بْنِ سَعْدٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَمُعَاوِيَةَ وَوَائِلِ بْنِ حُجْرٍ وَقُرَّةَ الْمُزَنِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَأُمِّ سَلَمَةَ وَبُرَيْدَةَ وَأَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَكِلاَهُمَا صَحِيحٌ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَعَنْ أَبِي سَلَمَةَ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
