আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৬১
আন্তর্জাতিক নং: ১৮৬১
মদ পানকারী প্রসঙ্গে।
১৮৬৭। ইয়াহয়া ইবনে দুরুসত আবু যাকারিয়্যা (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নেশা সৃষ্টিকারী সকল বস্তই মদ। নেশা উদ্রেককর সকল বস্তই হারাম। যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করে এবং এ অভ্যাস নিয়ে সে মারা যায় আখিরাতে সে তা পান করতে পারবে না।
এ বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আব্দুল্লাহ ইবনে আমর, উবাইদা, আবু মালিক আশারী ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নাফি‘-ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে একাধিকভাবে এটি বর্ণিত আছে। মালিক ইবনে আনাস (রাহঃ) এটিকে নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে মউকুফরূপে বর্ণনা করেছেন। তিনি এটিকে মারফু রূপে বর্ণনা করেন নি।
এ বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আব্দুল্লাহ ইবনে আমর, উবাইদা, আবু মালিক আশারী ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
ইবনে উমর (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। নাফি‘-ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে একাধিকভাবে এটি বর্ণিত আছে। মালিক ইবনে আনাস (রাহঃ) এটিকে নাফি‘-ইবনে উমর (রাযিঃ) সূত্রে মউকুফরূপে বর্ণনা করেছেন। তিনি এটিকে মারফু রূপে বর্ণনা করেন নি।
باب مَا جَاءَ فِي شَارِبِ الْخَمْرِ
حَدَّثَنَا أَبُو زَكَرِيَّا، يَحْيَى بْنُ دُرُسْتَ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُّ مُسْكِرٍ خَمْرٌ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَشْرَبْهَا فِي الآخِرَةِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَعُبَادَةَ وَأَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مَوْقُوفًا فَلَمْ يَرْفَعْهُ .
