আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৮৩৮
আন্তর্জাতিক নং: ১৮৩৮
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
কোন গোশত রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে অধিক প্রিয় ছিল?
১৮৪৫। হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফারানী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হাতার গোশত রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অধিক প্রিয় ছিল, এই কথা নয়। ব্যাপার ছিল এই যে, অনেক দিন পর পর তিনি গোশত খেতে পেতেন। তা-ই তাঁর জন্য তাড়াতাড়ি করা হত। আর হাতার গোশত তাড়াতাড়ি সিদ্ধ হয়।

এই হাদীসটি হাসান-গারীব। এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَىِّ اللَّحْمِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبَّادٍ أَبُو عَبَّادٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ يَحْيَى، مِنْ وَلَدِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كَانَ الذِّرَاعُ أَحَبَّ اللَّحْمِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَكِنْ كَانَ لاَ يَجِدُ اللَّحْمَ إِلاَّ غِبًّا فَكَانَ يُعَجَّلُ إِلَيْهِ لأَنَّهُ أَعْجَلُهَا نُضْجًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ .
জামে' তিরমিযী - হাদীস নং ১৮৩৮ | মুসলিম বাংলা