আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮১১
আন্তর্জাতিক নং: ১৮১১
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবুল আলিয়া (রাহঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রসূন পবিত্র আহার্য্য বস্তুর অন্তর্ভুক্ত।
আবু খালদা (রাহঃ) এর নাম হল খালিদ ইবনে দীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবুল আলিয়া (রাহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, আবু খালদা ছিলেন একজন ভাল মুসলিম।
আবু খালদা (রাহঃ) এর নাম হল খালিদ ইবনে দীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবুল আলিয়া (রাহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, আবু খালদা ছিলেন একজন ভাল মুসলিম।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ أَبِي خَلْدَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ الثُّومُ مِنْ طَيِّبَاتِ الرِّزْقِ . وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَسَمِعَ مِنْهُ وَأَبُو الْعَالِيَةِ اسْمُهُ رُفَيْعٌ هُوَ الرِّيَاحِيُّ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ كَانَ أَبُو خَلْدَةَ خِيَارًا مُسْلِمًا .
