আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮০৯
আন্তর্জাতিক নং: ১৮০৯
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৬। হান্নাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি রান্না করা ব্যতিরেকে রসূন খাওয়া অপছন্দ করতেন।
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনে হাম্বালের বরাতে এটি নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনে হাম্বালের বরাতে এটি নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، قَالَ لاَ يَصْلُحُ أَكْلُ الثُّومِ إِلاَّ مَطْبُوخًا . قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ لَيْسَ إِسْنَادُهُ بِذَلِكَ الْقَوِيِّ وَقَدْ رُوِيَ هَذَا عَنْ عَلِيٍّ قَوْلَهُ وَرُوِيَ عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . قَالَ مُحَمَّدٌ الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ صَدُوقٌ وَالْجَرَّاحُ بْنُ الضَّحَّاكِ مُقَارِبُ الْحَدِيثِ .
