আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৭৯৩
আন্তর্জাতিক নং: ১৭৯৩
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
ঘোড়ার গোশত আহার।
১৮০০। কুতায়বা ও নসর ইবনে আলী (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদিগকে ঘোড়ার গোশত আহার করিয়েছিলেন কিন্তু গাধার গোশত খেতে নিষেধ করেছেন। মুসলিম
এই বিষয়ে আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনে দীনার-জাবির (রাযিঃ) সূত্রে একাধিক বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) এ হাদীসটি আমর ইবনে দীনার-মুহাম্মাদ ইবনে আলী-জাবির (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইবনে উয়াইনা (রাযিঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। মুহাম্মাদকে [আল-বুখারী (রাহঃ)] বলতে শুনেছি যে, সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) অপেক্ষা অধিক স্মরণ শক্তি সম্পন্ন।
এই বিষয়ে আসমা বিনতে আবু বকর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। আমর ইবনে দীনার-জাবির (রাযিঃ) সূত্রে একাধিক বর্ণনাকারী অনুরূপ বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) এ হাদীসটি আমর ইবনে দীনার-মুহাম্মাদ ইবনে আলী-জাবির (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। ইবনে উয়াইনা (রাযিঃ)-এর রিওয়ায়াতটি অধিকতর সহীহ। মুহাম্মাদকে [আল-বুখারী (রাহঃ)] বলতে শুনেছি যে, সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) অপেক্ষা অধিক স্মরণ শক্তি সম্পন্ন।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَنَصْرُ بْنُ عَلِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ أَطْعَمَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لُحُومَ الْخَيْلِ وَنَهَانَا عَنْ لُحُومِ الْحُمُرِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ جَابِرٍ . وَرَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ جَابِرٍ وَرِوَايَةُ ابْنِ عُيَيْنَةَ أَصَحُّ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ أَحْفَظُ مِنْ حَمَّادِ بْنِ زَيْدٍ .