আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান
হাদীস নং: ১৭৭৮
আন্তর্জাতিক নং: ১৭৭৮
এক চপ্পলে হাটার অনুমতি প্রসঙ্গে।
১৭৮৫। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি এক চপ্পল পরে চলাফেরা করেছেন।
এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এমনিভাবে সুফিয়ান ছাওরী প্রমুখ (রাহঃ) ও আব্দুর রহমান ইবনে কাসীম (রাহঃ) এর সূত্রে মউকুফ রূপে তা বর্ণনা করেছেন। এটি সহীহ।
এই রিওয়ায়াতটি অধিকতর সহীহ। এমনিভাবে সুফিয়ান ছাওরী প্রমুখ (রাহঃ) ও আব্দুর রহমান ইবনে কাসীম (রাহঃ) এর সূত্রে মউকুফ রূপে তা বর্ণনা করেছেন। এটি সহীহ।
باب مَا جَاءَ مِنَ الرُّخْصَةِ فِي الْمَشْىِ فِي النَّعْلِ الْوَاحِدَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا مَشَتْ بِنَعْلٍ وَاحِدَةٍ . وَهَذَا أَصَحُّ . قَالَ أَبُو عِيسَى وَهَكَذَا رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ مَوْقُوفًا وَهَذَا أَصَحُّ .
