আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান
হাদীস নং: ১৭৬২
আন্তর্জাতিক নং: ১৭৬২
কামিস।
১৭৬৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ রাযী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামীস। ইবনে মাজাহ ৩৫৭৫
এই হাদীসটি হাসান-গারীব। আব্দুল মুমিন ইবনে খালিদ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে তিনি একা। ইনি মারওয়াযী। কেউ কেউ এই হাদীসটিকে আবু ছুমায়লা-আব্দুল মু’মিন ইবনে খালিদ-আব্দুল্লাহ ইবনে বুরায়দা-তাঁর মাতা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
এই হাদীসটি হাসান-গারীব। আব্দুল মুমিন ইবনে খালিদ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। এই বিষয়ে তিনি একা। ইনি মারওয়াযী। কেউ কেউ এই হাদীসটিকে আবু ছুমায়লা-আব্দুল মু’মিন ইবনে খালিদ-আব্দুল্লাহ ইবনে বুরায়দা-তাঁর মাতা-উম্মে সালামা (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الْقُمُصِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، وَالْفَضْلُ بْنُ مُوسَى، وَزَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم الْقَمِيصُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ تَفَرَّدَ بِهِ وَهُوَ مَرْوَزِيٌّ . وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي تُمَيْلَةَ عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ خَالِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أُمِّهِ عَنْ أُمِّ سَلَمَةَ .
