আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৪. পোশাক-পরিচ্ছদের বিধান

হাদীস নং: ১৭৫৩
আন্তর্জাতিক নং: ১৭৫৩
কলপ ব্যবহার প্রসঙ্গে।
১৭৫৯। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু যর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, বার্ধক্যের চিহ্ন পরিবর্তনের জন্য সর্বোত্তম হলো ’মেহদী’ ও ’কাতম তৃণ’।[১] ইবনে মাজাহ ২৬২২

এই হাদীসটি হাসান-সহীহ। রাবী আবুল আসওয়াদ দীলী (রাহঃ)-এর নাম যালিম ইবনে আমর ইবনে সুফিয়ান।

[১] ইয়ামানের কালচে লাল রং্গের এক প্রকার ঘাস।
باب مَا جَاءَ فِي الْخِضَابِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَجْلَحِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ أَحْسَنَ مَا غُيِّرَ بِهِ الشَّيْبُ الْحِنَّاءُ وَالْكَتَمُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو الأَسْوَدِ الدِّيلِيُّ اسْمُهُ ظَالِمُ بْنُ عَمْرِو بْنِ سُفْيَانَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ১৭৫৩ | মুসলিম বাংলা