আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান
হাদীস নং: ১৭৪৮
আন্তর্জাতিক নং: ১৭৪৮
আংটির নকশা প্রসঙ্গে।
১৭৫৪। মুহাম্মাদ ইবনে বাশশার, মুহাম্মাদ ইবনে ইয়াহয়া প্রমুখ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর আংটির নকশায় তিনটি সংযুক্তি ছিল। এক পংক্তিতে মুহাম্মাদ, এক পংক্তিতে ’‘রাসুল’’ আর এক পংক্তিতে ছিল ’আল্লাহ’’, রাবী মুহাম্মাদ ইবনে ইয়াহয়া তাঁর রিওয়ায়াতে ’‘তিন পংক্তি’’ কথাটি উল্লেখ করেন নাই।
এই বিষয়ে উমর ইবনে (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
এই বিষয়ে উমর ইবনে (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي نَقْشِ الْخَاتَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، وَغَيْرُ، وَاحِدٍ، قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ نَقْشُ خَاتَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ وَرَسُولُ سَطْرٌ وَاللَّهِ سَطْرٌ . وَلَمْ يَذْكُرْ مُحَمَّدُ بْنُ يَحْيَى فِي حَدِيثِهِ ثَلاَثَةَ أَسْطُرٍ . وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ .
