আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ১৭১৩
আন্তর্জাতিক নং: ১৭১৩
শহীদদের দাফন।
১৭১৯। আযহার ইবনে মারওয়ান বসরী (রাহঃ) ......... হিশাম ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে নিহতের সংখ্যা তুলা হল। তিনি বললেন, বড় এবং প্রশস্ত করে কবর খনন কর এবং সৌজন্যমূলক আচরণ কর আর এক এক কবরে দুইজন তিনজন করে দাফন কর। কুরআন সম্পর্কে যে অধিক জ্ঞাত তাকে অগ্রবর্তী করবে। হিশাম বলেন, আমার পিতা (আমিরও) শহীদ হয়েছিলেন। তাঁকে দুইজনের আগে স্থাপন করা হয়েছিল।
ইবনে মাজাহ ১৫৬০
এই বিষয়ে খাব্বাব, জাবির ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান প্রমুখ (রাহঃ) এই হাদীসটিকে আইয়ুব-হুমায়দ ইবনে হিলাল-হিশাম ইবনে আমির (রাযিঃ) সূত্রেও বর্ণনা করেছেন। রাবী আবু দাহমা (রাহঃ) এর নাম হল কিরফা ইবনে বুহায়স বা বায়হাস।
ইবনে মাজাহ ১৫৬০
এই বিষয়ে খাব্বাব, জাবির ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। সুফিয়ান প্রমুখ (রাহঃ) এই হাদীসটিকে আইয়ুব-হুমায়দ ইবনে হিলাল-হিশাম ইবনে আমির (রাযিঃ) সূত্রেও বর্ণনা করেছেন। রাবী আবু দাহমা (রাহঃ) এর নাম হল কিরফা ইবনে বুহায়স বা বায়হাস।
باب مَا جَاءَ فِي دَفْنِ الشُّهَدَاءِ
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي الدَّهْمَاءِ، عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ شُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْجِرَاحَاتُ يَوْمَ أُحُدٍ فَقَالَ " احْفِرُوا وَأَوْسِعُوا وَأَحْسِنُوا وَادْفِنُوا الاِثْنَيْنِ وَالثَّلاَثَةَ فِي قَبْرٍ وَاحِدٍ وَقَدِّمُوا أَكْثَرَهُمْ قُرْآنًا " . فَمَاتَ أَبِي فَقُدِّمَ بَيْنَ يَدَىْ رَجُلَيْنِ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ خَبَّابٍ وَجَابِرٍ وَأَنَسٍ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُهُ هَذَا الْحَدِيثَ عَنْ أَيُّوبَ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ عَنْ هِشَامِ بْنِ عَامِرٍ . وَأَبُو الدَّهْمَاءِ اسْمُهُ قِرْفَةُ بْنُ بُهَيْسٍ أَوْ بَيْهَسٍ .


বর্ণনাকারী: