আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ১৬৮০
আন্তর্জাতিক নং: ১৬৮০
পতাকা
১৬৮৬। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে কাসিমের আযাদকৃত দাস ইউনুস ইবনে উবাইদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ ইবনে কাসিম আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর পতাকা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বারা ইবনে আযিব (রাযিঃ)-এর নিকট পাঠিয়েছিলেন। এতদসম্পর্কে বারা (রাযিঃ) বললেন, এগুলো ছিল সাদা কালো রেখাটানা চতুষ্কোণ বিশিষ্ট কালো বর্ণের।

এই বিষয়ে আলী, হারিছ ইবনে হাসসান ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-গারীব। ইবনে আবী জাইদা (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আবু ইয়াকুব ছাকাফী (রাহঃ)-এর নাম হলো ইসহাক ইবনে ইবরাহীম। উবাইদুল্লাহ ইবনে মুসা (রাহঃ)-ও তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الرَّايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، حَدَّثَنَا أَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، مَوْلَى مُحَمَّدِ بْنِ الْقَاسِمِ قَالَ بَعَثَنِي مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ إِلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَسْأَلُهُ عَنْ رَايَةِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَتْ سَوْدَاءَ مُرَبَّعَةً مِنْ نَمِرَةٍ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَالْحَارِثِ بْنِ حَسَّانَ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي زَائِدَةَ . وَأَبُو يَعْقُوبَ الثَّقَفِيُّ اسْمُهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَرَوَى عَنْهُ أَيْضًا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى .
tahqiqতাহকীক:তাহকীক চলমান