আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
হাদীস নং: ১৬৬৬
আন্তর্জাতিক নং: ১৬৬৬
আল্লাহর পথে পাহারার ফযীলত।
১৬৭২। আলী ইবনে হুজর (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জিহাদের কোন চিহ্ন না নিয়ে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাত করবে তার মধ্যে ত্রুটির চিহ্ন বিদ্যমান থাকবে। ইবনে মাজাহ ২৭৬৩
ওয়ালীদ ইবনে মুসলিম-ইসমাঈল ইবনে রাফি‘ (রাহঃ) সূত্রের রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল ইবনে রাফি’-কে যা‘ঈফ বলেছেন। মুহাম্মাদ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি নির্ভরযোগ্য (ছিকা) ও বিশুদ্ধতার নিকটবর্তী বা (মুকারিবুল হাদীস)।
আবু হুরায়রা (রাযিঃ) ......... নবী (ﷺ) সূত্রেও এ হাদীসটি একাধিক ভাবে বর্ণিত আছে। সালমান (রাযিঃ)-এর বর্ণিত হাদীসটির সনদ ‘‘মুত্তাসিল’’ নয়। মুহাম্মাদ ইবনুল মুনকাদির সালমান ফারসী (রাযিঃ)-এর সাক্ষাত পান নি। আইয়ুব ইবনে মুসা-মাকহূল-শুরাহবীল ইবনে সিমত-সালমান (রাযিঃ)-নবী (ﷺ) থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণিত আছে।
ওয়ালীদ ইবনে মুসলিম-ইসমাঈল ইবনে রাফি‘ (রাহঃ) সূত্রের রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব। কতক হাদীস বিশেষজ্ঞ ইসমাঈল ইবনে রাফি’-কে যা‘ঈফ বলেছেন। মুহাম্মাদ (রাহঃ)-কে বলতে শুনেছি যে, তিনি নির্ভরযোগ্য (ছিকা) ও বিশুদ্ধতার নিকটবর্তী বা (মুকারিবুল হাদীস)।
আবু হুরায়রা (রাযিঃ) ......... নবী (ﷺ) সূত্রেও এ হাদীসটি একাধিক ভাবে বর্ণিত আছে। সালমান (রাযিঃ)-এর বর্ণিত হাদীসটির সনদ ‘‘মুত্তাসিল’’ নয়। মুহাম্মাদ ইবনুল মুনকাদির সালমান ফারসী (রাযিঃ)-এর সাক্ষাত পান নি। আইয়ুব ইবনে মুসা-মাকহূল-শুরাহবীল ইবনে সিমত-সালমান (রাযিঃ)-নবী (ﷺ) থেকে এ হাদীসটি অনুরূপ বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي فَضْلِ الْمُرَابِطِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ لَقِيَ اللَّهَ بِغَيْرِ أَثَرٍ مِنْ جِهَادٍ لَقِيَ اللَّهَ وَفِيهِ ثُلْمَةٌ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ . وَإِسْمَاعِيلُ بْنُ رَافِعٍ قَدْ ضَعَّفَهُ بَعْضُ أَصْحَابِ الْحَدِيثِ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ هُوَ ثِقَةٌ مُقَارِبُ الْحَدِيثِ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَحَدِيثُ سَلْمَانَ إِسْنَادُهُ لَيْسَ بِمُتَّصِلٍ مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ لَمْ يُدْرِكْ سَلْمَانَ الْفَارِسِيَّ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى عَنْ مَكْحُولٍ عَنْ شُرَحْبِيلَ بْنِ السِّمْطِ عَنْ سَلْمَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
