আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩৬৮
২০০৯. يَزِفُّونَ অর্থ দ্রুত চলা।
৩১২৯। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... নবী (ﷺ)- এর সহধর্মিণী আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (আয়েশা (রাযিঃ))- কে বলেছেন, তুমি কি জান? তোমার কওম যখন কা‘বা ঘর নির্মাণ করেছে, তখন তারা ইবরাহীম (আলাইহিস সালাম)- এর ভিত্তি থেকে তা ছোট করেছে। তখন আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি তা ইবরাহীম (আলাইহিস সালাম)- এর ভিত্তির উপর পুনঃনির্মাণ করবেন না? তিনি বললেন, যদি তোমার কওম কুফরী থেকে সদ্য আগত না হতো, (তাহলে আমি তা করে দিতাম।)
আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, যদি আয়েশা (রাযিঃ) এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনে থাকেন, তবে আমি মনে করি রাসূলুল্লাহ (ﷺ) হাতীমে কা‘বার সংলগ্ন দু’টি কোণকে চুমু দেওয়া একমাত্র এ কারণে পরিহার করেছেন যে, কা‘বা ঘর ইবরাহীম (আলাইহিস সালাম)- এর ভিত্তির উপর পুরাপুরি নির্মাণ করা হয় নি। রাবী ইসমাঈল (রাহঃ) বলেন, ইবনে আবু বকর হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর (রাযিঃ)।
আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বললেন, যদি আয়েশা (রাযিঃ) এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনে থাকেন, তবে আমি মনে করি রাসূলুল্লাহ (ﷺ) হাতীমে কা‘বার সংলগ্ন দু’টি কোণকে চুমু দেওয়া একমাত্র এ কারণে পরিহার করেছেন যে, কা‘বা ঘর ইবরাহীম (আলাইহিস সালাম)- এর ভিত্তির উপর পুরাপুরি নির্মাণ করা হয় নি। রাবী ইসমাঈল (রাহঃ) বলেন, ইবনে আবু বকর হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবু বকর (রাযিঃ)।
