আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
হাদীস নং: ১৬৩৪
আন্তর্জাতিক নং: ১৬৩৪
আল্লাহর পথে থেকে যার কিছু পরিমাণ চুলও সাদা হয়।
১৬৪০। হান্নাদ (রাহঃ) ......... সালিম ইবনে আবুল জা‘দ (রাহঃ) থেকে বর্ণিত যে, শুরাহবিল ইবনে সিমত (রাহঃ) বললেন, হে কা‘ব ইবনে মুররা, আমাদের কাছে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদীস বর্ণনা করুন এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। তিনি বললেন, নবী (ﷺ)-কে বলতে শুনেছি যে, যে ব্যক্তির মুসলিম অবস্থায় কিছু পরিমাণ চুলও সাদা হবে কিয়ামতের দিন তার জন্য বিশেষ প্রকারের নূর হবে।
এই বিষয়ে ফাযালা ইবনে উবাইদ, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। কা‘ব ইবনে মুররা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। আ‘মাশ (রাহঃ) ও আমর ইবনে মুররা (রাহঃ) থেকে তদ্রূপ রিওয়ায়াত করেছেন। মানসুর-সালিম ইবনে আবুল জা‘দ (রাহঃ) সূত্রেও এটি বর্ণিত হয়েছে। তবে সনদের মধ্যে সালিম ও কা‘ব (রাযিঃ)-এর মাঝে অন্য এক রাবীর নাম বর্ধিত করা হয়েছে। তাকে যেমন কা‘ব ইবনে মুররা (রাযিঃ) বলা হয় তেমন তাকে মুররা ইবনে কা‘ব বাহযী (রাযিঃ)ও বলা হয়। তবে নবী (ﷺ)-এর সাহাবী হিসাবে প্রসিদ্ধ হলেন মুররা ইবনে কা‘ব বাহযী (রাযিঃ) তিনি নবী (ﷺ) থেকে বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।
এই বিষয়ে ফাযালা ইবনে উবাইদ, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। কা‘ব ইবনে মুররা (রাযিঃ) বর্ণিত হাদীসটি হাসান। আ‘মাশ (রাহঃ) ও আমর ইবনে মুররা (রাহঃ) থেকে তদ্রূপ রিওয়ায়াত করেছেন। মানসুর-সালিম ইবনে আবুল জা‘দ (রাহঃ) সূত্রেও এটি বর্ণিত হয়েছে। তবে সনদের মধ্যে সালিম ও কা‘ব (রাযিঃ)-এর মাঝে অন্য এক রাবীর নাম বর্ধিত করা হয়েছে। তাকে যেমন কা‘ব ইবনে মুররা (রাযিঃ) বলা হয় তেমন তাকে মুররা ইবনে কা‘ব বাহযী (রাযিঃ)ও বলা হয়। তবে নবী (ﷺ)-এর সাহাবী হিসাবে প্রসিদ্ধ হলেন মুররা ইবনে কা‘ব বাহযী (রাযিঃ) তিনি নবী (ﷺ) থেকে বেশ কিছু হাদীস বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، أَنَّ شُرَحْبِيلَ بْنَ السِّمْطِ، قَالَ يَا كَعْبُ بْنَ مُرَّةَ حَدِّثْنَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاحْذَرْ . قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ شَابَ شَيْبَةً فِي الإِسْلاَمِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو . وَحَدِيثُ كَعْبِ بْنِ مُرَّةَ حَدِيثٌ حَسَنٌ . هَكَذَا رَوَاهُ الأَعْمَشُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ وَأَدْخَلَ بَيْنَهُ وَبَيْنَ كَعْبِ بْنِ مُرَّةَ فِي الإِسْنَادِ رَجُلاً . وَيُقَالُ كَعْبُ بْنُ مُرَّةَ وَيُقَالُ مُرَّةُ بْنُ كَعْبٍ الْبَهْزِيُّ وَالْمَعْرُوفُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرَّةُ بْنُ كَعْبٍ الْبَهْزِيُّ وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَادِيثَ .
